সাধ্যমতো সবাইকে ফলের গাছ লাগাতে হবে, দেশীয় ফলের পুষ্টি গুণ অনেক বেশি: এমএ মালেক
একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম. এ মালেক বলেছেন, আমদানি করা ফলের চাইতে দেশীয় ফলের পুষ্টি গুণ অনেক বেশি। বর্তমান প্রজন্মের নাগরিক বিশেষ করে শহুরে বাসিন্দারা দেশের অনেক ফলের সাথে অপরিচিত।
