এবার কোচ হতে চান ভারতীয় ক্রিকেটের মহারাজা ‘সৌরভ গাঙ্গুলি’
ভারতীয় ক্রিকেটের মহারাজা খ্যাত বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি নিজেকে এখন নতুন ভূমিকায় জড়াতে চান ক্রিকেট বিশ্বে। তাকে 'অফ-সাইডের ঈশ্বর' বলা হয়, তিনেই ভারতের আক্রমণাত্মক ক্রিকেটের পথপ্রদর্শক, গেম চেঞ্জার।
