ঝুঁকিপূর্ণ ভবনে শতশিক্ষার্থীর ক্লাস, প্রধানশিক্ষকবিহীন ১০ বছর
চট্টগ্রামের ফটিকছড়ির ডলু রাবারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় একশ শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। দেয়াল-ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে মরিচাধরা রড, সামান্য বৃষ্টিতেই চুঁইয়ে পড়ছে পানি।
