"বাঁশখালীর মিনি কাশ্মীর: বিনোদনের হুজুগে পিষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন ও বন্যপ্রাণীর আবাস"
চট্টগ্রামের বাঁশখালী—সাগর আর পাহাড়ের মিলনে গড়া এক অনন্য জনপদ। এক পাশে বঙ্গোপসাগরের অনন্ত নীল, অন্য পাশে সবুজে মোড়া সুউচ্চ পাহাড়। পূর্বে বৈলগাঁও চা-বাগান ও ইকোপার্ক, পশ্চিমে ঝাউবাগানঘেরা সৈকত—প্রকৃতির এই বৈচিত্র্য বহুদিন ধরেই পর্যটকদের টেনে আনছে।
