মহেশখালীর মাতারবাড়ীকে বাণিজ্যিক হাবে রূপান্তরের পরিকল্পনা
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীকে ৩০ বছরের মধ্যে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দর ও কমার্শিয়াল হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীকে ৩০ বছরের মধ্যে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দর ও কমার্শিয়াল হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কভিত্তিক শিপিং জায়ান্ট মায়ের্সক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বি.ভি.। এ সপ্তাহেই সরকারের সঙ্গে ৩০ বছরের কনসেশন চুক্তি সই হতে যাচ্ছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকায় শত কোটি টাকার সরকারি অর্পিত সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে অভিযুক্ত এলবার্ট সরকার ও তার সহযোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আগামী ৬ মাসের জন্য ব্লক করার আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের সাবেক প্রায়োরিটি ম্যানেজার ইফতেখারুল কবির প্রবাসী গ্রাহকের ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করায় ১৪ বছরেরর কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।
চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিকভাবে রোগের অবস্থান ও প্রকৃতি শনাক্ত করা। আধুনিক ইমেজিং প্রযুক্তি এই নির্ভুলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। যথাযথ রিপোর্ট ও বিশ্লেষণ চিকিৎসককে সঠিক চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সহায়তা করছে, যা রোগীর জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞদের অভিমত।
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইমেইলে পান