রেলওয়ের গাফেলতিতে কমলাপুরে কনটেইনার পরিবহন নেমেছে ৪০ শতাংশে, কমছে রাজস্ব
চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানির প্রধান প্রবেশদ্বার। ব্যবসায়ীদের প্রয়োজনে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার দ্রুত পরিবহনে অন্যতম সাশ্রয়ী মাধ্যম রেল। কিন্তু রেলওয়ের ইঞ্জিন সংকট ও ট্রেন স্বল্পতার কারণে বন্দরে আটকে পড়েছে প্রায় দেড় হাজার কনটেইনার পণ্য।
