তামাক: ধোঁয়ার আড়ালে বিষ, আয়ুর বদলে মৃত্যু
প্রতিদিন হয়তো আপনি কারও হাতে ধরা সিগারেটের ধোঁয়া দেখে পাশ কাটিয়ে যান। হয়তো ভাবেন—এটা যার যার ব্যক্তিগত পছন্দ। কিন্তু বাস্তবতা হলো, সিগারেটের প্রতিটি ধোঁয়া শুধু পানকারীর নয়, আশপাশের নিরপরাধ মানুষেরও ফুসফুসে জমে গিয়ে ধীরে ধীরে ক্ষতের সৃষ্টি করে।
