চট্টগ্রাম নগরীকে টরন্টোর মতো গড়তে চা : চসিক মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রবাসীরা দেশের প্রাণ। তাঁরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্সে রিজার্ভ বাড়ছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রবাসীরা দেশের প্রাণ। তাঁরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্সে রিজার্ভ বাড়ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিটই চালু হয়েছে। ফলে উৎপাদন হচ্ছে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ।
চট্টগ্রাম নগরের হালিশহর আনন্দিপুরে উন্মুক্ত নালায় পড়ে মৃত্যু হয়েছে তিন বছরের শিশু হুমায়রা আক্তারের। এই হৃদয়বিদারক ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বিরুদ্ধে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশে স্টার্টআপ অর্থায়নে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বাংলাদেশ ব্যাংকের সদ্যঘোষিত নীতিমালা। তবে বাস্তবায়নের দুর্বলতা এই উদ্যোগকে কতটা সফল করবে, তা নিয়ে রয়েছে জোর উদ্বেগ।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) থেকে জাল ডেলিভারি চালান দেখিয়ে শুল্ক ফাঁকি দিয়ে কন্টেইনার খালাসের চেষ্টা চালানোর সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইমেইলে পান