চট্টগ্রাম পলিটেকনিক মাঠে খেলতে নেমে ফেরা হলো না বিজয়ের
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে সহপাঠীদের সাথে খেলতে নেমে মাঝপথে হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে। সকলের সাথে উল্লাস, হাসি আর আনন্দে বলের পেছনে ছুটে চলা হবেনা তার। স্তব্ধতা আর কান্নার সুরে ভারী হয়ে উঠল যেন পুরোটা বিকেল।
