আমদানি-রপ্তানির প্রবৃদ্ধি হ্রাসে বিনিয়োগে ধীরগতি
চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, পুঁজিবাজারে দরপতন, রপ্তানি প্রবৃদ্ধিতে ধীরগতি এবং উচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতিতে শ্লথগতি বিরাজ করছে, যা চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আরও ঘনীভূত হয়ে মন্দা দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এমনকি আমদানিনির্ভর অর্থনীতির প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে।
