লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় এপিএম টার্মিনালস চুক্তি এ সপ্তাহে
চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কভিত্তিক শিপিং জায়ান্ট মায়ের্সক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বি.ভি.। এ সপ্তাহেই সরকারের সঙ্গে ৩০ বছরের কনসেশন চুক্তি সই হতে যাচ্ছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
