প্রথম চালানেই পাইপলাইনে ঘাটতি ৩৪ হাজার লিটার ডিজেল
চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের নতুন পাইপলাইনের প্রথম চালানেই ঘাটতির ঘটনা সামনে আসতেই জ্বালানি খাতে শুরু হয়েছে তোলপাড়। কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়ায় প্রায় ৩৩ হাজার ৯৫৪ লিটার ডিজেল ঘাটতি নজরে এসেছে।
