চট্টগ্রামের অর্থনীতি ও জনস্বাস্থ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে!
হাজার বছরের ঐতিহ্যে ভরা বাণিজ্যিক নগরী চট্টগ্রাম আর লুসাই কন্যা নদী কর্ণফুলী যেন একে অন্যের পরিপূরক। নগরীকে মায়ের আদরে আগলে রাখলেও যথাযোগ্য মান মর্যাদায় কর্ণফুলীকে যেন বাঁচিয়ে রাখতে পারছেন না নগরবাসী।
