সরকারি নজরদারির অভাবে লাগামহীন চালের বাজার
ধানের এমন ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের চালের বাজার। ব্যবসায়ীদের অভিযোগ, দেশের অস্থিতিশীলতার সুযোগে এক শ্রেণীর অসাধু মিলার ‘দাম আরো বাড়বে’ এমন গুজব ছড়িয়ে দাম বাড়াচ্ছে। আসলে চালের বাজার এখনো খুচরা বিক্রেতা থেকে, মিলার, ফরিয়া, কৃষক পর্যন্ত সেই পুরানো সিন্ডিকেটের হাতে জিম্মি। অসাধু চক্রের ‘চালবাজিতে’ লাগামহীন চালের বাজার।
