আমিন জুট মিল: এক ‘মৃত’ শিল্পের অনিশ্চয়তা ও ব্যর্থতার প্রতিচ্ছবি
যেখানে হাজারো শ্রমিকের কোলাহলে মুখর ছিল চারদিক, যেখানে উৎপাদিত হতো বাংলাদেশি ‘সোনালি আঁশে’ তৈরি বিখ্যাত কার্পেট, বস্তা ও রপ্তানি পণ্য— ১৭১ একর বিস্তৃত সম্পদের সেই আমিন জুট মিল এখন মৃতপ্রায়।
